ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। টানা সপ্তম দিনের মতো চলমান সংঘাতে শুক্রবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সনাক্ত হওয়ার পরপরই দেশজুড়ে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়।
আল-জাজিরা জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স (সাবেক টুইটার)-এ জানায়, আক্রমণ প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি বিমান বাহিনী প্রতিরোধে কাজ করে যাচ্ছে।