ইরানের হামলায় আবারও কেঁপে উঠেছে ইসরায়েল।
তেহরান থেকে ছোড়া শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেশটির গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনাগুলোর উপর আঘাত হানে।
ঘটনাস্থলে ছড়িয়ে পড়েছে ধোঁয়া, ভস্মীভূত ঘরবাড়ি, আর্তনাদরত সাধারণ মানুষ।
এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক।
হাসপাতালগুলোতে উপচে পড়ছে আহতদের ভিড়। অনেকেই তাদের স্বজনকে হারিয়ে পাগলপ্রায়।
ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র থামালেও, এত বিশাল পরিসরের একযোগে আক্রমণে প্রতিরোধ ভেঙে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, এই হামলা ছিল একটি কৌশলগত বিস্ফোরণ—যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল করে দেওয়া।
ইরানের অত্যাধুনিক ‘ফাত্তাহ-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র,
‘হোভেইজেহ’ ক্রুজ মিসাইল এবং ড্রোন স্কোয়াড একত্রে ভয়ংকর ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।
বিশ্বজুড়ে এই পরিস্থিতিকে বলা হচ্ছে—”মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্বারপ্রান্তে”।
এই মুহূর্তে ইসরায়েলের আকাশে আতঙ্ক, মাটিতে কান্না—এক অভূতপূর্ব শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।
এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন—‘ধ্বংসযজ্ঞে ইসরায়েল জুড়ে হাহাকার!’
বিশ্বের সবশেষ খবর জানতে চোখ রাখুন Desherkhobor24.com-এ।
লাইক দিন, সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করতে ভুলবেন না।