November 30, 2022, 8:27 am

News Headline :
কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা। ঘরে বসে শিখুন ফ্রিল্যান্সিং কোর্স ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কালীগঞ্জে বন্ধু ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন-আফতাবুজ্জামান দুলাল। বৃষ্টি উপেক্ষা করে ৩২নং ওয়ার্ড রংপুর মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ তরুণ যুব সমাজকে খেলাধূলায় এগিয়ে আসার আহবান জানালেন – আবু হানিফ চয়ন। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই – আবু হানিফ চয়ন। ২৬নং ওয়ার্ড রংপুর মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি জাতির পিতার আদর্শে সকলকে উজ্জীবীত হওয়ার আহবান জানালেন- মাহবুবুজ্জামান আহমেদ। আসুন সকলে মিলে একটি করে ফলজ বৃক্ষ রোপণ করি – আবু হানিফ চয়ন
এক গুনী মেম্বারের গল্প।

এক গুনী মেম্বারের গল্প।

লালমনিরহাট প্রতিনিধিঃ
সময়ের গল্প না কত ভাবেই না লেখা হয়, সেই সময়ের অতল গহরে বেঁচে থাকে কেউ আবার কেউ হারিয়ে যায়। আবার কেউ নিজের গৌরব গাঁথা রচনা করেই চলে। তেমনি এক গুণী মেম্বার হলেন রইচ উদ্দিন স্বাধীন। যিনি লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি একবার উপনির্বাচনে একবার নির্বাচনে ইউপি সদস্য নির্রাচিত হন। এই গুনী মেম্বারের বেড়ে ওঠা এই মদাতী। জীবনের অনেকটা সময় বিদেশে অবস্থান করেও ভুলে যায়নি নিজের জন্মস্থানের কথা। তাইতো দেশে ফিরে এসে নিজেকে জন সেবায় নিয়োজিত করেন।

সরকারী সকল সুযোগ সুবিধা তার ওয়ার্ডের উপযুক্ত ব্যক্তির মাঝে বন্ঠন করে নজির স্থাপন করেছেন। এলাকায় বাল্য বিবাহ, মাদক, জুয়া কঠোর হাতে প্রতিহত করেন। শিক্ষাক্ষেত্রেও তিনি অবদান রেখে চলেছেন। তরুন যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করেন এই মানুষটি। তাইতো সকল শ্রেণীর কাছে প্রিয় নাম রইচ উদ্দিন স্বাধীন।

রইচ উদ্দিন স্বাধীন বলেন, আমার জীবনের একটাই উদ্দেশ্য আমার ওয়ার্ডের মানুষের পাশে থেকে তাদের সেবা করা। জানি না কতটুকু করতে পেরেছি।


Privacy policy

lalkhabor 2016-2021© All rights reserved.

<