মেয়েদের রূপের প্রশংসা আমরা সবাই করি। কিন্তু কিছু কিছু সময় আছে, যে সময় মেয়েদের দেখতে এককথায় অপরূপ সন্দরী মনে হয়। ঐ তার প্রিয় মানুষ অধির আগ্রহে চেয়ে থাকে।
যে সময় গুলোতে মেয়েদের বেশি সুন্দর মনে হয়:
১. মিষ্টি করে হাসলে।
২. বউ সাজলে।
৩. ঘুমের মধ্যে।
৪. লজ্জায় লাল
হয়ে গেলে।
৫. বৃষ্টিতে ভিজলে।
৬. এলোমেলো ভাবে চুল।
ছড়িয়ে দিলে
৭. অভিমানে শাসন করলে।
৮. বাসের সিটে জানালার
পাশে বসে উদাস
মনে বাইরে তাকালে…